Wednesday, January 12, 2011

হাকালুকি দাপিয়ে বেড়াচ্ছে অতিথি পাখিরা

হাকালুকি দাপিয়ে বেড়াচ্ছে অতিথি পাখিরা কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিএকটু ওম আর খাবারের নিশ্চয়তায় ওরা প্রতি বছরই আসে এ দেশে। তবে তাদের বেশির ভাগের পছন্দ দেশের অন্যতম বৃহত্তম হাওর হাকালুকিসহ দেশের বিভিন্ন হাওর-বাঁওড় ও জলাশয়। এরা পরিযায়ী পাখি। দক্ষিণ গোলার্ধের শীত প্রধান দেশ রাশিয়ার সাইবেরিয়া, উত্তর মেরু, অস্ট্রেলিয়াসহ নানা দেশের পাখি মূলত অতি ঠাণ্ডা থেকে রক্ষা, খাবারের নিশ্চয়তা এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হাজার মাইল পথ পাড়ি দিয়ে নানা প্রজাতির, রং-বেরংয়ের এসব পরিযায়ী পাখি আসে। এবারও তারা আসতে শুরু করেছে হাকালুকিতে। পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে অতিথি পাখিরা এ দেশে আসতে শুরু করে এবং এপ্রিলের শেষ দিকে গরম পড়লে ওরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নিজ দেশের আপন নীড়ে ফিরতে শুরু করে। এই ৫-৬ মাস তারা হাকালুকিসহ দেশের জলাশয়গুলোতে গড়ে তুলে অস্থায়ী নিবাস। কুলাউড়া, জুড়ি, বড়লেখা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলাজুড়ে ২৩৮টি বিলের বিশাল এ হাওরটিতে এখন ওরা দাপিয়ে বেড়াচ্ছে। দিনের বেলায় পাখিগুলোর খাবার সংগ্রহের ব্যস্ততা, খুনসুটি, ডুবসাঁতার ও রোদে পালক শুকানোর দৃশ্য আর ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে ওড়ার দৃশ্য মন কাড়ে প্রকৃত প্রকৃতিপ্রেমীদের। গোধূলিলগ্নে ওরা ফিরে নীড়ে, তাদের বরণ করতে প্রস্তুত থাকে হিজল, করচ, আঢ়ং, মুর্তাসহ নানা জলজ গাছ। ওদের ডালেই তাদের অস্থায়ী নিবাস। জানা গেছে, পরিবেশ অধিদফতর প্রতি বছরই অতিথি পাখিদের বরণ, তাদের দেখভাল, তদারকি ও পরিযায়ী পাখি দেখতে আসা পর্যটকদের সার্বিক সহযোগিতা করে থাকে। কিন্তু এ বছরের ডিসেম্বরে তাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে পর্যটক ও পাখিপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। পাখি দেখতে আসা কয়েকজন পর্যটক জানান, সরকারি ওই নজরদারি না থাকলে পাখিদের ওপর লোলুপ দৃষ্টি পড়তে পারে এক শ্রেণীর চোরাকারবারির। সিডাবিউবিএমপির পাখি শুমারির তথ্যানুসারে ২০০৬-০৭ সালের ৪২ প্রজাতির ৫২ হাজার, ২০০৭-০৮ সালে ৪০ প্রজাতির ১ লাখ ২৬ হাজারের বেশি, ২০০৮-০৯ সালে শুধু হাকালুকি হাওরে ৫৩ প্রজাতির মোট ৮৫ হাজারের বেশি পাখি পাওয়া যায়। এরমধ্যে দেশীয় ২০ প্রজাতি এবং পরিযায়ী ৩৩ প্রজাতি। পরিবেশ অধিদফতরের বন্যপ্রাণী ও সংরক্ষণ কর্মকর্তা পাখি বিশেষজ্ঞ বশির আহমদ জানান, গত বছর বিলুপ্ত প্রায় ৫ প্রজাতির পাখি দেখা গেছে হাকালুকি হাওরে। সেগুলো হলো_ বেয়ার্স পোচার্ড বা বেয়ারের ভুতিহাঁস, স্নেক বার্ড, মরচে রং ভুতিহাঁস, প্রশান্ত শৈলবগা ও ফুলুরি হাঁস। তিনি আরও জানান, গত বছরের হাকালুকি হাওরে স্যাটেলাইট ট্রান্সমিটার সংযুক্ত পাখি এখনো হাকালুকি হাওরে ফেরেনি। স্যাটেলাইট ট্রেকিং করে অনেক পাখি ভারতে অবস্থান করছে এটা নিশ্চিত হওয়া গেছে। এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, নানা কারণে হাকালুকির ঐতিহ্য বিলীন হওয়ায় আগের চাইতে এখন পাখি কম আসছে। প্রতি বছর অতিথি পাখি এলে একদল দুর্বৃত্ত নানা কৌশলে বিষটোপ ও ফাঁদ পেতে পাখি ধরে।
Source: Bangladesh Pratidin

No comments:

Post a Comment