অতিথি পাখির বিপদসমূহ
বার্ড ফ্লু - এর মত ভয়াবহ রোগের জীবাণু অতিথি পাখির মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে৷ তবে এই জীবাণু সাধারণ মানুষ বা পক্ষীকূলের জন্য বিপদের কারণ নয়৷ কেননা অতিথি পাখি নিজেদের বিচরণ ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় যায় না৷ তাই দেশী পাখিদের এই রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই৷ তবে মানুষের পাখি শিকার এবং বিক্রয় কর্মকান্ডের কারণে এ রোগের সংক্রমণ ঘটতে পারে৷ যারা পাখি শিকার করে …হেই শিকার– বলে ফেরী করে অতিথি পাখি বিক্রি করে তাদের এ রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাখির মাংস সেদ্ধ হলে এই রোগের জীবাণু মরে যায়৷ তাই যারা খায় তারা নয় বরং যারা এটি বিক্রি করে বা শিকার করে অথাত্ পাখির সংস্পর্শে আসে তারা সংক্রমিত হতে পারে৷ তাই এই জীবাণুর সংক্রমণ রোধ করতে হলে অবিলম্বে অতিথি পাখি শিকার বন্ধ করা প্রয়োজন৷
তথ্যসূত্র:
দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক
No comments:
Post a Comment