হাকালুকি হাওরের স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত অতিথি পাখি এখন সাইবেরিয়ায়
হাকালুকি হাওরের স্যাটেলাইট ট্রান্সমিটার সংযুক্ত অতিথি পাখি এখন সাইবেরিয়ায়। ট্রান্সমিটারযুক্ত কিছু পাখি হিমালয়ের লাদাক আর কিছু চীনের হ্রদে অবন্থান করছে। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তাদের পাঠানো তথ্য অনুসারে পরিবেশ অধিদপ্তরের পাখি বিশেষজ্ঞ বশির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকালুকি হাওরের স্যাটেলাইট ট্রান্সমিটার সংযুক্ত অতিথি পাখি এখন সাইবেরিয়ায়। ট্রান্সমিটারযুক্ত কিছু পাখি হিমালয়ের লাদাক আর কিছু চীনের হ্রদে অবন্থান করছে। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তাদের পাঠানো তথ্য অনুসারে পরিবেশ অধিদপ্তরের পাখি বিশেষজ্ঞ বশির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৯ সালের মার্চ মাসে দেশের বৃহত্তম হাকালুকি হাওরে ১৬টি পাখির গায়ে স্যাটেলাইট ট্রান্সমিটার এবং ৩৪টি পাখির পায়ে বিশেষ রিং পরানো হয়। সেসময় বলা হয়েছিল, পাখিগুলো বিশ্বের যেকোনো প্রান্তে গেলে এদের গতিবিধি ও অবস্থান জানা যাবে। ইন্টারনেটের গুগল আর্থ-এর মাধ্যমে পাখিগুলোর গতিবিধি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে ইউএসজিএস (ইউনাইটেড স্ট্যাট জিওলজিক্যাল সার্ভে)। ইউএসজিএস-এর মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের সিডব্লিউবিএমপির পাখি বিশেষজ্ঞ বশির আহমদ গতকাল জানান, হাকালুকি হাওর থেকে পাখিগুলো ছাড়ার পর কিছু পাখি চীনের হ্রদে, কিছু পাখি হিমালয়ের পাদদেশ লাদাকে এবং কিছু পাখি সাইবেরিয়ায় পৌঁছেছে।
তবে কয়েকটি স্যাটেলাইট ট্রান্সমিটার কাজ করছে না। ফলে আর কিছু পাখির গতিবিধি জানা যাচ্ছে না। যে সব স্যাটেলাইট ট্রান্সমিটার কাজ করছে না সেগুলো পাখির গা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেতে পারে। তিনি আরো জানান, মূলত পাখিগুলোর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে ইউএসজিএস। তারা পরিবেশ অধিদপ্তরের সিডব্লিউবিএমপিকে পাখির সর্বশেষ অবস্থান সম্পর্কে জানায়। গত ১৭ জুলাই পাখিগুলো সাইবেরিয়া পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ইউএসজিএস।
- রাজগৌরীপুর ডেক্স-এমএইচকে/০৩-০৮-১০
Source: http://rajgouripur.com