Wednesday, October 27, 2010

শ্রীমঙ্গলে শীতের আমেজ আসছে অতিথি পাখি

শ্রীমঙ্গলে শীতের আমেজ আসছে অতিথি পাখি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
দেশে শীতের শহর হিসেবে পরিচিত চা-শিল্প এলাকা শ্রীমঙ্গলে এখন শীতের আমেজ। গত দু’দিন ধরে হালকা শীত অনুভূত হচ্ছে শ্রীমঙ্গলে। তবে রাতে হালকা শীত অনুভূত হলেও দিনে গরম লাগছে। রাতে হালকা কুয়াশাও পড়ছে। গাছের পাতা আর সবুজ ঘাসে জমছে শিশিরকণা। দিনভর কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। মাঝরাতের পর আবার কেউ কেউ হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছেন। এ সময় অনেকেই ফ্যান বন্ধ করে দিচ্ছেন। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র গতকাল শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলে এটিই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে দ্রুত বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। গত ৫-৬ দিন ধরে শ্রীমঙ্গলের প্রসিদ্ধ হাইল হাওরের নয়নাভিরাম বাইক্কা বিলে সুদূর সাইবেরিয়া, মধ্য এশিয়া, ইউরোপ ও তুন্দ্রা অঞ্চলসহ সাত সমুদ্র তের নদী অতিক্রম করে অতিথি পাখিরা আসতে শুরু করেছে। হাওর সংলগ্ন হাজীপুর গ্রামের বাসিন্দা মিন্নত আলী গতকাল আমার দেশকে জানান, গত কয়েকদিন ধরে বাইক্কা বিলে প্রচুর অতিথি পাখি এসেছে। আর ক’দিনের মধ্যেই বাইক্কা বিল হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠবে।
Daily Amardesh

No comments:

Post a Comment