Sunday, September 12, 2010

পাখি রক্ষায় এগিয়ে আসুন :শেখ রেহানা

পাখি রক্ষায় এগিয়ে আসুন :শেখ রেহানা

বার্ডস অব বাংলাদেশের মোড়ক উন্মোচন


০০ইত্তেফাক রিপোর্ট, জানুয়ারি ১৩, ২০১১,

পাখি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। গতকাল বুধবার পাখি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'পশু-পাখি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলো রক্ষায় যথাযথ ব্যবস্থা না নিলে, মূল্যবান এই সম্পদ ধ্বংস হয়ে যাবে।'

রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ রোনাল্ড আর হালদার রচিত বার্ডস অব বাংলাদেশ শীর্ষক ছবি সম্বলিত নির্দেশনামূলক এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম ওমর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান তৌহিদ সামাদ, বইয়ের লেখক রোনাল্ড আর হালদার, স্কুল অব এনভায়রনমেন্ট সাইন্স এন্ড ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদ, আইইউসিএন'র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম উল হক ও পরিবেশবিদ ইনাম তালুকদার।

শেখ রেহানা বলেন, পাখি সকলের প্রিয়। পাখি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে আছে। পাখি কবি ও ছড়াকারদেরও ভাবের বিষয়। প্রাকৃতিক সৌন্দর্যের সম্পদ হিসেবে পাখির তুলনা নেই। তাই পাখিদের বাঁচান। দুর্বল প্রজাতির এই প্রাণীকে রক্ষায় সকলকে সচেতন হতে হবে। তিনি বলেন, পাখির স্বভাবজাত সৌন্দর্যকে স্বাধীনভাবে থাকতে দিন। কারণ জীবনের শত ব্যস্ততার মধ্যেও এই সৌন্দর্য আমাদের চিত্তে শান্তি এনে দিতে পারে।

স্মৃতিচারণ করে তিনি বলেন, বাবা তার জীবনের একটা বড় অংশ জেলে কাটিয়েছেন। জেলে থাকা অবস্থায় তিনি পশু-পাখিদের নিয়ে নিঃসঙ্গ জীবনের সময় কাটাতেন। তার এই ভালোবাসার কারণেই স্বাধীনতার পর ১৯৭৪ সালে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ জারি করেন। প্রকাশিত বইটি সম্পর্কে তিনি বলেন, বইটি পর্যটক ও পর্যবেক্ষকদের জন্য সহায়ক হবে। বিদেশীদের কাছে এদেশের পাখির পরিচয় তুলে ধরতে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, পৃথিবীতে বর্তমানে প্রায় ১০ হাজার প্রজাতির পাখি রয়েছে। তাদের আবাসস্থল ধ্বংস এবং মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে প্রতি ৪ বছরে একটি প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী প্রতি ৮ প্রজাতির পাখির মধ্যে ২ প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন। গত ৪০ বছরে আমাদের দেশের অনেক প্রজাতির পাখিও বিলুপ্ত হয়েছে।

বার্ডস অব বাংলাদেশ বইটিতে ৪৭০ প্রজাতির পাখির ছবিসহ বর্ণনা দেয়া হয়েছে। ইংরেজি ভাষায় রচিত এই বইয়ের মূল্য এক হাজার টাকা। এটি বাংলাদেশের পাখির ছবি সম্বলিত একমাত্র নির্দেশনামূলক গ্রন্থ। বইয়ের রচয়িতা রোনাল্ড আর হালদার পেশাগত জীবনে একজন দন্ত চিকিৎসক। পেশাগত জীবনের পাশাপাশি তিনি দীর্ঘ ২৫ বছর যাবৎ পাখি গবেষণার কাজ করে আসছেন।

No comments:

Post a Comment