Monday, September 27, 2010

বন্যপ্রাণী : মাইগরেটরী বা পরিযায়ী পাখিদের অতিথি পাখি বা শীতের পাখি বলা একটি মারাত্বক ও ভয়ঙ্কর ভুল !!

বন্যপ্রাণী : মাইগরেটরী বা পরিযায়ী পাখিদের অতিথি পাখি বা শীতের পাখি বলা একটি মারাত্বক ও ভয়ঙ্কর ভুল !!



আমাদের দেশে প্রচুর মাইগরেটরী বা পরিযায়ী পাখি আসে তাদেরকে আমাদের দেশের কিছু কিছু মানুষ এমনকি টেলিভিশন, খবরের কাগজেও অতিথি পাখি, শীতের পাখি, বিদেশী পাখি ইত্যাদি বলে অপ্রচার করে। কিছু কিছু মানুষ না বুঝে তাদেরকে এই ভয়ঙ্কর নামে ডেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

ক্ষতিকর প্রভাব
স্থানীয় লোকজনের মতে যেহেতু এই পাখি গুলি অথিতি পাখি বা শীতের পাখি তাই নির্বিচারে তাদের হত্যা, আটক ও শিকার করে। আমরা স্থানীয় লোকজনের মুখে শুনেছি তারা বলছে "এই বিদেশী পাখিগুলি আমাদের দেশের খাবার খেয়ে আবার বিদেশ চলে গেলে আমাদের লাভ কি ? ধরে ধরে খেতে পারলেই লাভ।" এমানকি আমাদের শ্রোদ্ধেয় প্রায়ত একজন অর্থমন্ত্রী পর্যন্ত সংসদে বিরূপ মন্তব্য করেছেন, যার ফলে স্থানীয় পাখি শিকারীরা প্রবল উৎসাহে পাখি নিধন করে যাচ্ছে আইনের ভয় দেখিয়ে লাভ হচ্ছে না।



কয়েকটি কথা
১. শুধু পাখি নয় মাছ, প্রজাপতি, বাদুর, তিমি, হাঙর সহ অসংখ্য প্রাণী মাইগ্রেট বা পরিযায়ন করে
২. মানুষ অতিথি পাখি বলতে কিছু হাঁস জাতীয় পাখি বুজলেও আমাদের দেশের প্রায় ৬৫০ জাতের পাখির মধ্যে ২৫০ প্রজাতির অধিক পাখি পরিযায়ী
৩. পাখিরা শুধু শীতকালেই নয় গ্রীস্ম, শরৎ, বসন্ত সহ প্রায় সব ঋতুতেই আসে বা পরিযায়ন করে
৪. পরিযায়ী পাখিরা বিভিন্ন প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এটাই তাদের বিধাতার কাছ থেকে প্রাপ্ত স্বভাব



প্রকৃত অর্থ কি?
বন্যপ্রাণীর ক্ষেত্রে ইংরেজী মাইগ্রেশনের সঠিক অর্থ পরিযায়ন আর অতিথি পাখির ইংরেজী হল গেস্ট বার্ড এবং শীতের পাখির ইংরেজী উইনটার বার্ড।
আমাদের দেশের প্রাণী বিজ্ঞানীরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার কাজী জাকের হোসাইন, ড. রেজা খান, প্রফেসার আনোয়ারুল ইসলাম, প্রফেসার নুর জাহান সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. ফিরোজ, ড. মনিরুল এইচ খান, বাংলাদেশের পাখিবিদ ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক কেউ কোনদিনও পরিযায়ী পাখিকে অতিথি বা শীতের পাখি বলেন নাই বা কোন বই এ উল্লেখ করেন নাই।
অথচ এই ভুল নামটি যুগ যুগ ধরে পাখি নিধন কারীদের উৎসাহ দিয়ে আসছে।



পরিশেষ
পাখিদের কোন পাসপোর্ট বা ভিসা নাই যে তারা অতিথি হবে। মানুষের বহু পূর্ব থেকে পাখিরা স্বাধীনভাবে পৃথিবীর বুকে বিচরন করে আসছে আমরা তাদেরকে পর না ভেবে আপন ভাবি আর
পাখিদের চলার পথকে নিরাপদ ও মুক্ত রাখি।
মাইন রানা
Source: prothom-aloblog

No comments:

Post a Comment