Monday, September 27, 2010

অতিথি পাখি শিকার: জরুরী করণীয় বিষয়

অতিথি পাখি শিকার:
জরুরী করণীয় বিষয়

অতিথি পাখিদের বিচরণ নিরাপদ করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরী৷ যেমন-
  • গ্রামে গঞ্জের হাটে, জেলা শহরগুলোর বাজারে ও রাজধানীর কাঁটাবন বাজারে অতিথি পাখি, বক, ঘুঘু বিক্রয় বন্ধ করতে হবে৷
  • 'হেই শিকার'– বলে যারা ফেরি করে পাখি বিক্রি করে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপদ॔ করতে হবে৷
  • পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যাগে বন বিভাগ কতৃ॔ক ঘন ঘন পাখি শিকার ও বিক্রয় বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করতে হবে৷
  • সাধারণ মানুষের অতিথি পাথি কেনা বন্ধ করতে হবে৷
  • পাখি শিকার করতে নিরুত্‍সাহিত করতে হবে৷
  • পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলার জন্য পরিকল্পিত বনায়ন করতে হবে৷ ফলজ ও ভেষজ গাছ বেশি করে লাগাতে হবে৷
  • জলাভূমি ও জলাশয়গুলো সংস্কার করে অতিথি পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে হবে৷
  • জলাভূমি ও জলাশয়গুলোতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমিয়ে এনে বিকল্প চিন্তা করা দরকার৷
  • পাখি প্রকৃতি ও পরিবেশের পরম বন্ধু৷ আর শীতের পাখি আমাদের অতিথি৷ তাই সবাই সচেতন হোন৷ অতিথি পাখি নিধন বন্ধ করুন৷
Source: www.jeeon.com.bd

No comments:

Post a Comment