Sunday, December 5, 2010

অতিথি পাখি আসছে শ্রীমঙ্গলের বাইক্কা বিলে

অতিথি পাখি আসছে শ্রীমঙ্গলের বাইক্কা বিলে

পিবিসি নিউজ, মৌলভীবাজার: নভেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলের বাইক্কা বিলে অতিথি পাখি ভিড় করছে। মৌলভীবাজার জেলাজুড়ে বিতৃত দেশের অন্যতম জলাভূমি হাইল হাওরের বাইক্কা বিলসহ বিভিন্ন জলাশয় ও লেকগুলোতে

ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে অতিথি পাখি। এদের কলতানে মুখর হয়ে উঠছে বাইক্কা বিল। প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত �ইন্টিগ্রেটেড প্রটেকটেড এরিয়া কো-ম্যানেজমেন্ট� (আইপ্যাক)-এর সিলেট অঞ্চলের ক্লাস্টার ডিরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর জানান, গত কয়েক বছর ধরে বাইক্কা বিলে পাখি শিকারীদের উপদ্রব না থাকায় এবং জলজ উদ্ভিদ সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় এসব জলাভূমিতে অতিথি পাখির আগমন উল্লেখযোগ্য হারে বাড়ছে। শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিলে প্রতি বছরের মতো এবারও অতিথি পাখিরা ভিড় জমছে। হাজার হাজার পাখির উড়াউড়ি ও কলকাকলিতে বাইক্কা বিল এখন মুখর হয়ে উঠছে। তিনি আরো জানান, সদ্য সমাপ্ত মাচ্‌ প্রকল্পের নজরদারীর ফলে শ্রীমঙ্গলের বাইক্কা বিলে পাখি শিকারীদের উপদ্রব বন্ধ হয়ে যাওয়ায় এখানে অতিথি পাখির আগমন বেড়েই চলেছে। ইউএসএআইডি�র অর্থায়নে বাইক্কা বিলে সরকারি সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পর এবং হাইল হাওরে মাচ্‌ প্রকল্প জীববৈচিত্র্য রক্ষার কাজ শুরু করার পর হাইল হাওরের দৃশ্যপট সম্প�র্ণ পাল্টে গেছে। ফলে নিরুপদ্রব বাইক্কা বিল এখন অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। হাওর পাড়ের বাসিন্দা মো. মিন্নত আলী জানান, প্রতি বছরের মতো এবারও নভেম্বরের শুরু থেকে বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে যা আগামী জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। আগত পাখির মধ্যে রয়েছে- রাজসরালি, পিন্টেল, বালি হাঁস, ল্যাঞ্জা হাঁস, সাদা বক, দলপিপি, পানমুরগি, কাস্তে চড়া, বেগুনি কালেম, পান কৌড়ি ও ঈগল প্রভৃতি। গত ১০ নভেম্বর হাইল হাওরে বাংলাদেশের সবচেয়ে বিরল পাখি বাঘা বগলার সন্ধান পাওয়া গেছে। বিরল এ পাখিটি দেখতে ঢাকা থেকে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক ও ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল এর ভলান্টিয়ার, পাখি বিশেষজ্ঞ পল থম্পসন শ্রীমঙ্গলে এসেছিলেন। ইনাম আল হক জানান, দীর্ঘ ১৭ বছর পর এ পাখিটি হাইল হাওরে দেখা গেছে। এর আগে আরো দু�বার এ পাখিটি সুনামগঞ্জ ও মৌলভীবাজারের হাওরে দেখা গিয়েছিল। তিনি আরো জানান, বৃহত্তর সিলেট অঞ্চলের হাওর ছাড়া দেশের অন্য কোথাও আজ পর্যন্ত এ পাখিটি দেখা যায় নি।
Source: Probashibarta

No comments:

Post a Comment