কড়াই বিলে শীতের পাখিঅতিথি পাখিদের কলতান ও জলকেলিতে মুখরিত মনোমুঙ্কর দৃশ্য আকৃষ্ট করছে কড়াই বিল ভ্রমণপিয়াসীদের। সুদূর সাইবেরিয়াসহ শীতপ্রধান দেশ থেকে এসব অতিথি পাখি এসেছে। এসব পাখির মধ্যে রয়েছে বালিহাঁস, পানকৌড়ি, সরালিসহ বিভিন্ন জাতের পাখি। বিলের গাছপালাসহ জলাশয়ে বিভিন্ন জাতের অতিথি পাখির কিচির-মিচির শব্দে এলাকা মুখরিত। কিন্তু এবার শীতে পাখির আগমন কম হলেও থেমে নেই প্রতিদিন প্রকৃতিপ্রেমী নারী-পুরুষসহ নানা বয়সের দর্শনার্থীদের আগমন। বিলের পাড়ের ছায়াঘেরা পরিবেশে শীত উপেক্ষা করেও অতিথি পাখির উড়াউড়ি, কিচির-মিচির শব্দ ও জলকেলির দৃশ্য দেখে মুগ্ধ হয় ভ্রমণপিয়াসীরা। বিলের চারপাশে বিভিন্ন ধরনের সবুজ গাছ-গাছালি রয়েছে। ওই বিলের পাড় দিয়ে যেতে চোখে পড়বে পাড়ের পাশে সারিবদ্ধ টুল-চেয়ার। এগুলোতে বসে পর্যটকরা কড়াই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এছাড়া বিলের পাড় দিয়ে যেতে যেতে দেখতে পাবেন টমেটো, কুমড়া, ধনেপাতা ও নানা ধরনের ঔষধি ও ফুলগাছ। দিনাজপুর জেলাশহর থেকে ৮ কি.মি. পশ্চিমে বিরল উপজেলা। আর বিরলের মাত্র ১ কিলোমিটার পশ্চিমে নাড়াবাড়ি বোর্ড সংলগ্ন হুসনা গ্রামের নিরিবিলি পরিবেশে অবস্থিত বিরলের মুক্তিযোদ্ধা সমিতির কড়াই বিল। কড়াই বিলজুড়ে রয়েছে প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্য এবং মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে অবদান রাখায় ইতোমধ্যে বিলটি সরকার কর্তৃক বিশেষ মর্যাদা লাভ করেছে। কড়াই বিলের মূল জলাশয় বিলের পাড়সহ ১৮ একর। এছাড়া পাশেই রয়েছে প্রায় ৫৬ একর খাস আবাদি জমি। পুরো সম্পত্তিই স্বাধীনতা-পরবর্তী সরকার কড়াই বিল সমবায় সমিতিকে দান করেছে। উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৬ এপ্রিল এটি তৎকালীন সরকার বিরল থানা মুক্তিযোদ্ধাদের রেজিস্ট্রি করে দেয়। তারা বিরল থানা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেড গঠন করে দর্শনীয় স্থান কড়াই বিল প্রকল্প তৈরি করেছে। বিরল থানার মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম (অরু) ও সাধারণ সম্পাদক আব্দুল রহমান আলী। মোট ১৫০ জন এ সমিতির সদস্য এবং তারাই কড়াই বিল পরিচালনা করেন। শিশু, আকাশমনি, দেশি কড়াই, আমলকী, মেহগনি, আম, কাঁঠাল, জাম, বেল সব মিলিয়ে ১ হাজার ৫০০ গাছ রয়েছে। এখানে গেস্ট হাউস নির্মাণের কাজ চলছে।
- রিয়াজুল ইসলাম, দিনাজপুর থেকে
Daily Bangladesh Pratidin, 26-01-2011
- রিয়াজুল ইসলাম, দিনাজপুর থেকে
Daily Bangladesh Pratidin, 26-01-2011
No comments:
Post a Comment