Friday, December 3, 2010

বিড়ালী মিনি সুন্দরবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিড়ালী মিনি সুন্দরবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আনিসুজ্জামান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) ২৫-৩১ ডিসেম্বর ২০১০ : শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাশে সৃষ্ট বনের গাছ জোরপূর্বক কেটে উজাড় করার বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটুলিয়ার প্রাক্তন ইউপি চেয়ারম্যান হাজী ফজলুল হক মোড়ল পূর্ব বিড়ালী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্ব কোনার বাঁধটি দীর্ঘদিন যাবত সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রক্ষণাবেক্ষণ করে আসছেন। বাঁধটি রার জন্য ইতিপূর্বে আরসিসি ব্লক বাঁশের পাইলিং, ড্রাম, শিট, বালির বস্তা, ইত্যাদি দিয়ে রার চেষ্টা করি। সর্বশেষ বাঁধের দুই ধারে বনায়নের উদ্যোগ নেই। ফলস্বরূপ এলাকাটি বিশাল একটি বনের সৃষ্টি হয়। সেখানে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছ আছে। ইতিপূর্বে উক্ত বনটি পাখির একটি অভয়ারণ্য ছিল এবং দর্শনীয় স্থান হিসেবে খ্যাতি অর্জন করেছিল। কিন্তু কতিপয় দুর্বৃত্ত রাতের আঁধারে এমনকি ইদানীং দিনের বেলায় ও গাছ কেটে নিয়ে যাচ্ছে ও গরু-ছাগল ঢুকিয়ে গাছের প্রচুর ক্ষতি করছে। নিষেধ করলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। বিগত প্রলয়ংকরী আইলায় উক্ত বাঁধের উত্তর দিকে বন থাকায় কোনো ভাঙন শুরু হয়নি। বাঁধ রার জন্য বনটি রক্ষা করা প্রয়োজন। সে জন্য সরেজমিনে পরিদর্শনপূর্বক এলাকার জনসাধারেণ সাথে মতবিনিময় করে যারা বনের গাছ কেটে উজাড় করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে আবেদন জানানো হয়। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ রক্ষা, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী তৈরি, পাখির অভয়ারণ্য সৃষ্টি, দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ সর্বোপরি পরিবেশ রায় গাছ কাটা বন্ধ ও গাছের তি করা থেকে বিরত রাখতে কর্তৃপরে হস্তক্ষেপ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Source: www.shatbela.com

No comments:

Post a Comment